চট্টগ্রামে র্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২
ই- বার্তা ডেস্ক।। চট্টগ্রামে র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা এই পরিচয় ব্যবহার করে একজনের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ শুক্রবার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চেরাগি পাহাড় মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন- এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, ‘র্যাব সদস্য পরিচয়ে তারা এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে।’
আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এএসপি মাশকুর জানান।