চট্টগ্রাম মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা

 ই-বার্তা ডেস্ক।। চট্টগ্রাম মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোশারফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ সাহেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দীপ্তি আগের কমিটির সাধারণ সম্পাদক এবং সাহেদ সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।

 

শুক্রবার (১ জুন) রাত ১০টার দিকে কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

 

আগামী তিন মাসের মধ্যে নতুন এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রের কাছে জমা দেয়ার কথা বলেছে কেন্দ্র থেকে।