চলছে বিজিএমই নির্বাচনের ভোটগ্রহণ
ই-বার্তা ডেস্ক।। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ ভবনে আজ (শনিবার) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিজিএমই’র সর্বশেষ নির্বাচনের বদলে সমঝোতায় নেতৃত্ব মনোনয়ন দেওয়া হয়। এবারও সমঝোতার উদ্যোগ নেওয়া হলে ‘স্বাধীনতা পরিষদ’ নামে সদস্যদের একটি পক্ষ নির্বাচনের দাবিতে অনড় থাকে।
জানা যায়, ৩৫ জন পরিচালক নিয়ে গঠিত বিজিএমইএর পরিচালনা পর্ষদ। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৯ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের জন্য লড়ছেন ৪৪ প্রার্থী। এর মধ্যে মোহাম্মদী গ্রুপের প্রধান রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরামের ২৬ জন, ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন স্বাধীনতা পরিষদ প্যানেলের ১৭ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫। নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। আগামী ৯ এপ্রিল নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু