চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে
ই-বার্তা ডেস্ক।। রপ্তানি ও সরকারি বিনিয়োগে ইতিবাচক ধারা অব্যহত থাকায় চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক ।
বুধবার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রকাশ করলে সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এই কথা বলা হয়েছে। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ তথ্য জানান।
এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে শিল্পের প্রবৃদ্ধি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। তার ভাষায়, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো তরান্বিত হবে।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ