চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরনে পাকিস্তানে ৪ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। রোববার (১৭ মার্চ) কোয়েত্তাগামী ট্রেনের একটি বগিতে বোমা বিস্ফোরিত হয়। যেখানে চারজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের ঘটনায় ট্রেনটির ছয়টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে অতীতে বালুচ সম্প্রদায়ের বিদ্রোহীরা ট্রেনে হামলা চালিয়েছিল।
উল্লেখ্য, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে অবৈধভাবে অঞ্চলের গ্যাস ও খনিজ সম্পদ শোষণ করার অভিযোগে অভিযুক্ত করে বিগত এক দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে আসছে নিম্ন সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা।
ই-বার্তা/ মাহারুশ হাসান