চান্দিনায় শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ই-বার্তা।। রাজধানীর কুর্মিটোলা বিমানবন্দর এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারসহ নিরাপদ সড়কের দাবিতে কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা এলাকায় স্থানীয় ইছাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ওই মহাসড়কে অবস্থান নেয়। পরে তারা বিক্ষোভ শুরু করে। এতে গোমতা থেকে কুটুম্বপুর পর্যন্ত যানজনের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল ইসলাম, এলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, স্থানীয় বাগুটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও এলিয়টগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মানুনুর রশিদ শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের কথা শোনেনি।