চৌদ্দগ্রামে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক
ই-বার্তা ডেস্ক।। কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকা থেকে কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়।
এই ঘটনায় আটক করা হয়েছে আলমগীর হোসেন (৩৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির দক্ষিণে (চট্ট-মেট্রো- ১১-৬৫৬৬) নম্বরের কাভার্ডভ্যান থেকে ৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক আলমগীরকে আটক করা হয়।
এই বিষয়ে এএসআই নূর উদ্দিন বলেন, ফেনসিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছেন। উদ্ধারকৃত ফেনসিডিলগুলোর প্রকৃত মালিককে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম