চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে ঘিরে মাদ্রিদে ‘রেড এ্যালার্ট’ জারি
ই-বার্তা ডেস্ক।। আগামী শনিবার লিভারপুল বনাম টটেনহ্যামের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে ঘিরে মাদ্রিদে ‘রেড এ্যালার্ট’ জারি করা হয়েছে। ফাইনাল ম্যাচটি ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে মাদ্রিদে অতিরিক্ত প্রায় ৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
গত বছর কোপা লিবারেট্রেডরসের ফাইনালে আর্জেন্টাইন দুই প্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের ম্যাচে মাদ্রিদে যে ধরনের নিরাপত্তা নেয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেই ব্যবস্থাকেও ছাড়িয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ ন্যাশনাল পুলিশের ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সিসকো পারডো পিকারাস বলেছেন, ‘একটি ম্যাচকে ঘিড়ে এটাই সম্ভবত মাদ্রিদের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা।’
স্প্যানিশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২ হাজার পুলিশ ছাড়াও নিরাপত্তা বাহিনীতে দমকল কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তা গার্ডরাও রয়েছেন। ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের ফাইনালে প্রায় ৩২ হাজার ইংলিশ সমর্থকের উপস্থিতি আশা করছে আয়োজকরা। বৃটেন থেকে হাজারেরও বেশি দর্শক বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করবে। দক্ষিণাঞ্চলীয় স্পেন ও প্রতিবেশী পর্তুগালেও বিপুল সংখ্যক ইংলিশ নাগরিক রয়েছেন যাদের অনেকেই হয়ত ম্যাচটি উপভোগের জন্য আসতে পারেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু