ছাত্রলীগ নিয়ে ‘শঙ্কিত’ শাবিপ্রবি উপাচার্য
ই-বার্তা ডেস্ক ।। ২৬ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে শঙ্কিত থাকি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ শঙ্কার কথা জানান উপাচার্য।
সম্প্রতি ছাত্রলীগ নেতা রাজীব সরকারের ওপর ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের হামলার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ছাত্রলীগ নামধারীরা কিছুদিন আগে রাজীবের ওপর চাপাতি দিয়ে হামলা করেছে, আঘাত করেছে। এরা ছাত্র নয়, ছাত্র নামধারী জঙ্গি। যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে চায়, সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তাদের স্থান এই বিশ্ববিদ্যালয়ে হবে না।
উপাচার্য বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। কিন্তু বর্তমান সময়ে ছাত্রলীগ অসংখ্য গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ববোধ করি। কিন্তু ভেতরে ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে শঙ্কিত থাকি।’
তিনি আরও বলেন, ‘রাতের বেলা হলের মধ্যে অস্ত্রের ঝনঝনানি আর সহ্য করা হবে না। ছাত্রলীগ তো আমরাও করেছি, কিন্তু এগুলো তো ছিল না। হলে হলে ঝামেলা হচ্ছে, মারামারি-কাটাকাটি হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। ছাত্রলীগের নাম ধারণ করে বিশ্ববিদ্যালয়ে সুনাম নষ্ট করে শিক্ষার পরিবেশ যে নষ্ট করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘তোমাদের অচার-আচরণে আরও সতর্ক হতে হবে। তোমাদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। এখানে সুন্দর গুরুগম্ভীর পরিবেশে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে আলোচনা হচ্ছে। এখানে স্লোগান দেওয়ার জায়গা না। স্লোগান হবে কিন্তু বাইরে হবে।’
ই-বার্তা / শাহাদাত ছৈয়াল