‘জঙ্গিগোষ্ঠী আইএসকে সমর্থন দিচ্ছে ইসরাইল’
ই- বার্তা ডেস্ক।। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসকে সমর্থন দিচ্ছে ইসরাইল। দেশটি তাদেরকে অস্ত্র দিচ্ছে এবং আহত জঙ্গিদের চিকিৎসাসেবাও দিচ্ছে।
এমনই অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল যদি জঙ্গিদের সহায়তা না দিত, তাহলে বিশ্বজুড়ে কোনো সন্ত্রাসবাদ থাকত না।
যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যেখানে গেছে সেখানেই সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে তারা।
সন্ত্রাসবাদের সঙ্গে ইরানকে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে রুহানি বলেন, ট্রাম্প যে কথা বলেছেন বাস্তবতা তার বিপরীত। বরং এটিই সত্য যে আমেরিকার যেখানে গেছে সেখানে সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। মার্কিন সন্ত্রাসবাদের বড় উদাহরণ হচ্ছে সিরিয়া যেখানে বেসামরিক জনগণের ওপর তারা ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে।