‘জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে হবে’
ই-বার্তা ডেস্ক।। জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার কিশোরগঞ্জে কালেক্টরেট তৃতীয় শ্রেণী কর্মচারী ক্লাব ও বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস), কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকারি কর্মচারীদের দায়িত্ব অনেক। তাই সরকারের সকল স্তরের কর্মচারিকে এ লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধপরিকর। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে কাঙ্খিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে সরকার ইতিমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।
মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ ও কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু