জবি শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বাসের হেলপার
ই-বার্তা ডেস্ক ।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে সেন্ট্রাল পরিবহনের হেলপার ও কন্ডাক্টর।
সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানী হাজারীবাগে এ ঘটনা ঘটে। আহত ঐ শিক্ষার্থী জানিয়েছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাবতলী থেকে বাবুবাজারগামী সেন্ট্রাল পরিবহনের একটি গাড়িতে (আইডি-১১৫৬৮৯) হাফ ভাড়া ও বেপোরোয়াভাবে চালানোর প্রতিবাদ করেন জবির ইতিহাস বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী সাকিব অংকুর। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ির কন্ডাক্টর, হেলপার ও ড্রাইভার মিলে কাঠের ব্রাশ দিয়ে অংকুরকে পিটিয়ে আহত করে। এতে অংকুর শরীরের বিভিন্ন অংশ ও চোখে আঘাতপ্রাপ্ত হন।
এ অবস্থায় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার জেড় ধরে বাবুবাজার ব্রিজে ৩টি গাড়ি ভাংচুর করেন উত্তেজিত সাধারণ যাত্রীরা।
জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমি বিষয়টি এখনো জানি না। এখন একটি সেমিনারে আছি।
এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া