স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচি
ই- বার্তা ডেস্ক।। ক্ষমতাসীন আওয়ামী লীগ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ।
আজ রোববার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে দলটি।
২৬ মার্চ সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। একই দিন টুঙ্গীপাড়ায় সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। পরদিন ২৭ মার্চ বুধবার বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম