জাতীয় পার্টির সামনে সুদিন অপেক্ষা করছেঃ জিএম কাদের
ই- বার্তা ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের মন্তব্য করেছেন যে, ‘বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ নিজেদের জন্য একটি রাজনৈতিক শক্তি খুঁজছে। আমরা শক্তি অর্জন করে গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করব। জাতীয় পার্টির সামনে সুদিন অপেক্ষা করছে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় এ সব কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করেছেন। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন করেছিলেন। শত বাধা বিপত্তি উপেক্ষা করেও রাষ্ট্রের কেন্দ্রীভূত ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ আইন করে সর্বক্ষেত্রে বাংলাভাষা প্রচলন নিশ্চিত করেছেন। দেশের খেলাধুলার ভবিষ্যৎ চিন্তা করে বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। এখন বাংলাদেশ বিকেএসপি থেকে প্রতিভাবান খেলোয়াড় পাচ্ছে।’
তিনি বলেন, ‘জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। হুসেইন মুহম্মদ এরশাদের চারটি জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করে তার জনপ্রিয়তা। হুসেইন মুহম্মদ এরশাদ কোনো নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষ প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করেছেন।’
স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু।