জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকাতেই থাকবেঃরাঙ্গা

ই-বার্তা ডেস্ক ।।  বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংরক্ষিত মহিলা আসনে আগ্রহীদের কাছে পার্টির মনোনয়ন ফরম বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় পার্টি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকাতেই থাকবে। দেশের মানুষের কথা, যানজটের কথা, প্রতিদিনের সমস্যা আমাদের সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, গণমানুষের কথা বলতে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পার্টি শক্ত বিরোধী দলের ভূমিকা রাখবে। দেশের মানুষের মনের কথা বলেই, জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ এম রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মোহিবুল্লাহ, রেজাউল করিম, রিতু নুর, জেসমিন নুর প্রিয়াংকা, মিনি খান, আমিনা খান, খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া