জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড় ‘ইদাই’ এর আঘাতে নিহত ৩১
ই-বার্তা ডেস্ক।। জিম্বাবুয়তে ঘূর্ণিঝড় ‘ইদাই’ এর আঘাতে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৪০ জন।
ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মোজাম্বিক ও মালাওয়িতে। গত শুক্রবার সেটি আঘাত হানে জিম্বাবুয়েতে। চলমান এ ঘূর্ণিঝড়ে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় দেশটিতে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইদাইয়ের হতাহতদের বেশিরভাগই দেশটির পূর্ব চিমানিমানি শহরের। নিহতদের মধ্যে দুই শিক্ষর্থী রয়েছেন আর নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জন।
সুত্রঃ আল জাজিরা
ই-বার্তা / আরমান হোসেন পার্থ