জিম্বাবুয়ে সিরিজই লিটনের প্রেরণা
করোনা বিরতির আগে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজটি লিটন দাসের কেটেছে স্বপ্নের মতো। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ছিলেন সেরা খেলোয়াড়। করোনা বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি পর্বে জিম্বাবুয়ে সিরিজ থেকেই প্রেরণা নিচ্ছেন লিটন।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে লিটন বলছিলেন, ‘আগের সিরিজটা যে মনযোগ দিয়ে শেষ করেছি সেটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। আমার মনে হয় মনোযোগ ও নিজের চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি, যে আমাকে ভালো কিছু করতে হবে। তাহলে ভালো কিছু করা সম্ভব।’
মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে অপরাজিত ১২৬ করেছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে ৯ রান করলেও তৃতীয় ও শেষ ম্যাচে খেলেছিলেন ১৭৬ রানের রেকর্ড গড়া ইনিংস। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই করেছিলেন ফিফটি। খেলেন ৫৯ ও অপরাজিত ৬০ রানের ইনিংস।
এমন সিরিজকে তো প্রেরণা মানা স্বাভাবিকই। তবে লিটন অতি আত্মবিশ্বাসী হতে রাজি নন। বলছিলেন, ‘আগে যে সিরিজটা খেলেছি সেখান থেকে আত্মবিশ্বাস নেওয়ার চেষ্টা করছি। তবে অতি আত্মবিশ্বাসী নই।’
সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। অক্টোবরের শেষ দিকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ।