জিৎ এর নতুন রেকর্ড!
ই-বার্তা ।। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যায় রেকর্ড গড়েছে কলকাতার সুপারস্টার জিতেন্দ্র মাদানি জিৎ। কলকাতার সব সুপারস্টারদের মধ্যে ফেসবুক, টুইটার অনুসারীর সংখ্যায় তাঁর অবস্থান এখন প্রথম।
সম্প্রতি টুইটারে ১ মিলিয়ন অনুসারীর মাইলফলক অতিক্রম করে একটি পোস্ট করেন জিৎ।এর আগে টুইটারে এক মিলিয়ন অনুসারী অর্জন করেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তবে ফেইসবুক পেইজে জিৎ কলকাতার সব তারকার চেয়ে এগিয়ে।
ফেইসবুকে এ সুপারস্টারের প্রায় ৬ দশমিক ৪মিলিয়ন অনুসারী আছে। ফলে ফেইসবুক ও টুইটারে অনুসারীর দিক থেকে জিৎ-ই সেরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুললেও চলতি বছর বক্সঅফিসে খুব একটা সুবিধা করতে পারে নি জিৎ অভিনীত ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। তবে ঈদের জন্য নির্মিত হচ্ছে সুলতানঃ দ্য সেভিয়ার। তামিল তারকা অজিতের সুপারহিট ছবি ‘বেদালাম’ এর বাংলা রিমেক হবে ছবিটি।
সুত্র/বাংলা ইনসাইডার