জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ
ই-বার্তা ডেস্ক।। আনাদলুর খবরমতে, জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য ব্যবহৃত মার্কিন কনস্যুলেট বন্ধ করে তা ইসরাইলি মিশনের সঙ্গে একীভূত করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ফিলিস্তিনে আনুষ্ঠানিকভাবে কনস্যুলেট সেবা বন্ধ করল দেশটি।
কয়েক দশক ধরে চালু থাকা এই কনস্যুলেটটিই ফিলিস্তিনিদের জন্য মার্কিন দূতাবাস হিসেবে কাজ করতো। তবে এখন মার্কিন কনস্যুলেট সুবিধা পেতে ফিলিস্তিনিরা ওই শহরেই অবস্থিত ইসরাইলি মিশনে যেতে হবে। এখন থেকে ইসরাইলের মার্কিন দূতাবাসের অধীনে ফিলিস্তিনি ইউনিট কনস্যুলেটের ওই কাজগুলো করবে।
সোমবার থেকে একীভূতকরণের এ কার্যক্রমটি বাস্তবায়ন হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসনের নতুন এই পদক্ষেপে ফিলিস্তিনজুড়ে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান