ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ই-বার্তা ডেস্ক ।।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে একটি বাড়ি ঘিরে রেখেছে ।  জঙ্গি আস্তানা সন্দেহে এ বাড়িটি ঘিরে রেখেছে তারা।

আজ (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।জানা গেছে, বাড়িটির মালিকের নাম সরাফত হোসেন। তিনি পেশায় একজন কৃষক। তার একটি মাত্র ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

 

 র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম জানান, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে।

 

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আরো জানান, ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।

 

দুদু মণ্ডল নামের একজন স্থানীয় প্রতিবেশী জানান, ওই বাড়িটির মালিক শরাফত হোসেন মণ্ডল। তার ছেলে কালোহাতি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতো। সে হাফিজিয়া পড়াশোনা করেছে। অবশ্য ছেলেটি ভারসাম্যহীন।

 

 

 

ই-বার্তা / ডেস্ক