টস করতে আসলেন ব্রিটিশ মন্ত্রী!
ই-বার্তা ডেস্ক।। আবাহনী বনাম লিজেন্ডস অব রূপগঞ্জের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে গিয়ে সকালবেলাতেই চমক— টস করলেন অধিনায়কদের বদলে ‘অচেনা’ এক ইউরোপিয়ান ভদ্রলোক। জানা গেলো, তিনি যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে থাকা মন্ত্রী মার্ক ফিল্ড।
ব্যক্তিজীবনে অত্যন্ত ক্রিকেট অনুরাগী এই ব্রিটিশ মন্ত্রী এসেছেন বাংলাদেশ সফরে। এখানে এসে যখন শুনলেন দেশের সবচেয়ে আকর্ষণীয় ওয়ানডে টুর্নামেন্ট, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছে; সেই খেলা দেখতে চলে গেলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
তার এই সফর সম্পর্কে বলতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এটা একেবারেই সৌজন্যমূলক একটা ভ্রমণ ছিলো। তিনি খুব ক্রিকেট উত্সাহী। তাই খেলা দেখতে এসেছিলেন। শুনেছেন যে, উপমহাদেশে ভারতের পরই বাংলাদেশে ক্রিকেটের উত্সাহটা সবচেয়ে বেশি। সেটা দেখতে এসেছিলেন। এছাড়া আমাদের সাথে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়েও অনানুষ্ঠানিক আলাপ করেছেন।’