‘টাকা ছাড়া কাজ হয় না সাব-রেজিস্ট্রার অফিসে’
ই- বার্তা ডেস্ক।। টিআইবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দলিল নিবন্ধনে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্নভাবে নিয়ম-বহির্ভূত অর্থ আদায় করা হয় ।
আজ সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত টিআইবির এক সংবাদ সম্মেলনে ‘ভূমি দলিল নিবন্ধন সেরায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সাব-রেজিস্ট্রার অফিসে টাকা ছাড়া কোনো কাজ করানো অত্যন্ত দুরূহ। এতে আরো বলা হয়, দলিল লেখার ‘ফি’ সম্পর্কে সেবাগ্রহীতাদের ধারণা না থাকায় অধিকাংশ দলিল লেখক সেবাগ্রহীতাদের কাছ থেকে উচ্চহারে পারিশ্রমিক আদায় করে থাকেন।
এছাড়াও, বিভিন্ন অজুহাতে সেবাগ্রহীতারা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।