টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ই-বার্তা ডেস্ক।। টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেড় ঘণ্টার চেষ্টায় ২৫ ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ই-বার্তা কে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীস বর্ধন।

মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।