টিকিট বিক্রির নাম করে টাকা হাতিয়ে নেওয়াটাই তার মূল উদ্দেশ্য
ই-বার্তা ডেস্ক।। নাম আনোয়ার হোসেন। বয়স আনুমানিক ৪৫ বছর।এক অভিনব কায়দায় দীর্ঘদিন যাবত মানুষ ঠকানোর ব্যাবসা করে যাচ্ছেন ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে।
নিজেকে বিভিন্ন গাড়ির স্টাফ পরিচয় দিয়ে অনেক যাত্রীর কাছে থেকে টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়েন। তবে অবাক করা বিষয় হলো সায়েদাবাদ বাস টার্মিনালের কোনো বাসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । এমনই এক প্রতারককে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আনোয়ার সায়েদাবাদ বাস টার্মিনালে আগত অপেক্ষাকৃত দরিদ্র যাত্রীদেরকেই টার্গেট করেন। নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে নেন তিনি।
ওসি আরও জানান, আনোয়ারের দ্বারা প্রতারিত হওয়ার পরে যদি কেউ তাকে ধরে ফেলতো, তখন সে বলতো এই যে টিকিটের টাকা আমার লুঙ্গির ভেতরে কোমরে পেঁচানো আছে। আসলে তার লুঙ্গির মধ্যে কোমরে সে টাকা না রেখে অন্য কিছু পেঁচিয়ে রাখতো। এরপর সুকৌশলে আবারও পালিয়ে যেত।’
ই-বার্তা / আরমান হোসেন পার্থ