টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত
ই-বার্তা ডেস্ক।। মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। নিয়মিত অভিযানের ফলস্বরুপ কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার অভিযানের সময় বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
শুক্রবার গভীররাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন এলাকায় আটককৃতদের নিয়ে হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। সেখানে পৌছালে রোহিঙ্গা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পরে তিন জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আমির হোছনের ছেলে নুরুল আলম (২৩), ইউনুছের পুত্র মো. জুবাইর (২০) এবং ইমাম হোসেনের পুত্র হামিদ উল্লাহ (২০)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রোহিঙ্গা দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত হয়। নিহত ব্যক্তিদের মর্গে প্রেরণ করা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু