ট্রাকের হর্ণে রাজবাড়ীতে শিশুর মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজার এলাকায় ট্রাকের হর্নের শব্দে ভয় পেয়ে ইশরাত জাহান ইশা নামে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
ইশরাত জাহান ইশা ওই এলাকার চান্দু বেপারির মেয়ে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শিশুটির বাবা মেয়ের হাত ধরে সড়ক পার হচ্ছিলের। এমন সময় একটি ট্রাক উচ্চশব্দে হর্ন বাজালে শিশুটি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ই-বার্তা/ মাহারুশ হাসান