ট্রাম্পের অভিশংসনের বিরুদ্ধে লড়বে হোয়াইট হাউস
ই-বার্তা ডেস্ক।। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের অভিশংসন তদন্তে প্রতিনিধি পরিষদকে সহযোগিতার আবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
ডেমোক্র্যাট নেতাদের পাঠানো এক চিঠিতে হোয়াইট হাউস বলেছে, এই তদন্ত ‘ভিত্তিহীন’ এবং ‘সাংবিধানিকভাবে অবৈধ’।
প্রসঙ্গত, ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসন করতে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বিতর্কিত ফোনালাপ নিয়ে অভিশংসনের মুখে পড়ার শঙ্কায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের আগে বিপাকে পড়েছেন তিনি।
বিবিসি জানায়, ওই ফোনালাপে নিজের দেশীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন ট্রাম্প।
এ ঘটনায় প্রেসিডেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
তিনি অভিযোগ করে বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু