ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো ১৬ অঙ্গরাজ্য
ই-বার্তা ডেস্ক।। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থ পেতে ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ১৫ ফেব্রুয়ারি জারি করা জরুরি অবস্থা’কে চ্যালেঞ্জ করে সোমবার দেশটির ১৬টি অঙ্গরাজ্য জোটবদ্ধভাবে ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি আদালতে মামলা দায়ের করেছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়া ছাড়াও কলোরাডো, কানেটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, মিনেসোটা, নেভাডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওরিগন, ভার্জিনিয়া ও মিশিগান অঙ্গরাজ্য যৌথভাবে এ মামলা দায়ের করে।
উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে কংগ্রেসের কাছে ‘হেরে’ যান ট্রাম্প। তিনি দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার চেয়ে আসলেও কংগ্রেস তা অনুমোদন না দিলে দেশটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউন অর্থাৎ অচলাবস্থার মুখে পড়ে। কিন্তু তারপরও ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে সরে আসেন নি।
ই-বার্তা/ মাহারুশ হাসান