‘ট্রাম্প, সালমান ও নেতানিয়াহু একঘরে হয়ে পড়েছেন’

ই-বার্তা।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সহিংসতা, জুলুম, দমনপীড়ন ও আস্থাহীনতার প্রতীক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

 

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এই তিন ব্যক্তির একঘরে হয়ে পড়ার কথা এখন সবার মুখে মুখে। জারিফ বলেন, এরা আন্তর্জাতিক চুক্তি পদদলন, ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন এবং ইরান নিয়ে আতঙ্ক ছড়িয়ে দিতে গিয়ে নিজেদের একঘরে করে ফেলেছেন।

 

ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, যে পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে এবং বিশ্বের বেশির ভাগ দেশ যে সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে গেছে। এ রকম অবস্থায় মার্কিন সরকারের মুখে আলোচনার প্রস্তাব মানায় না।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট