ট্রেনকে উন্নত বিশ্বের মত আধুনিক করতে কাজ চলছে : রেলপথ মন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। রেলপথ মন্ত্রী মো. নুরল ইসলাম সুজন আরও বলেন, ট্রেন ব্যবস্থার আধুনিকায়ন করতে উন্নত বিশ্বের মত বাংলাদেশে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে ট্রেনকে উপযোগী করা হবে।
মন্ত্রী সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও পৌরসভার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, এছাড়া ট্রেনের মাধ্যমে জনসেবা আরো বাড়াতে পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল করবে। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।
দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম.নুরজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধূরী জর্জ, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী ও গোলাম রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এর আগে মন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন।