ট্রেন থেকে জব্দ সাড়ে ১২ কেজি গাজা
ই-বার্তা ডেস্ক।। বুধবার (২০ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলায় ট্রেনের বগিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ করেছে ভারতীয় রেলওয়ে প্রটেকশন ফোর্স (আর পি এফ)।
ভারতীয় রেলওয়ে প্রটেকশন ফোর্সর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত দেববর্মা জানান আগরতলা স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন উত্তর জেলার ধর্মনগর স্টেশনে আসে। ট্রেনের বগিগুলোতে আর পি এফ জওয়ানরা তল্লাশি চালান। এ সময় একটি বগিতে তারা মালিকহীন দু’টি ব্যাগ দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগগুলোতে তল্লাশি করে মোট ৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়। গাঁজা প্যাকেটগুলোর ওজন ছিল ১২ কেজি ৫০০ গ্রাম।
এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ই-বার্তা/ মাহারুশ হাসান