ঠাকুরগাঁওয়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ই- বার্তা ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে।
আজ বুধবার ভোররাতে চোষপাড়া সীমান্তের ৩৭৯-এর ৬-৭ সাবপিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
আটক করা যুবকের নাম মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টার (৪০)। মাহমুদ উপজেলার আমজানখোর ইউপির উত্তর চড়ইগেদী বেউরঝারী গ্রামের নিজামউদ্দিনের ছেলে।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, বুধবার ভোরে চোষপাড়া সীমান্তের কলসীর মুখ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মাহমুদ। এ সময় ভারতের ১৭১-চাকলাগড় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।
সূত্র থেকে জানা যায়, ঈদ সামনে রেখে কিছু দিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সঙ্গে মাহমুদও জড়িত। ওপারে ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়েন তিনি।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী এ প্রসঙ্গে বলেন, ওই যুবককে বিএসএফ আটক করে ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম