‘ডিএসসিসি টিম মশার প্রজনন স্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে’
ই- বার্তা ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ডেঙ্গু মুক্ত শহর গড়তে বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উদ্যোগ নিয়েছে ।
আজ রোববার (২১ জুলাই) রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় এ বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ কথা বলেন। সে লক্ষ্যে ১৫ দিনের বিশেষ প্রোগ্রাম চালু করেছে ডিএসসিসি।
দক্ষিণের ৫৭ ওয়ার্ডের ২৫ হাজার বাসায় পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা যাবেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করবে।
ডিএসসিসি মেয়র বলেন, আজ থেকে এ কর্মসূচির পাশাপাশি নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হবে, কিভাবে এডিস মশার বংশ ধ্বংস করতে হয়। এডিস মশা রাস্তা বা ডোবার নোংরা পানিতে জন্মে না। এ মশা বাসার বারান্দা বা ছাদে পরিত্যক্ত টায়ার, টব বা ট্যাংকির স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশা ধ্বংসে সচেতনা ও সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় মশার বিস্তার রোধ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ৬৮টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এছাড়া ডিএসসিসির হট লাইনে ফোন করলে আমরা বাসায় গিয়ে সেবা দিয়ে আসবো।