ঢাকায় আসছেন না মেসিরা
আগামী নভেম্বরে ঢাকায় প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে—এমন খবর চাউর হয়েছিল। কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সূচিতে এ ম্যাচের কথা উল্লেখ নেই।এমনকি প্যারাগুয়ের বিপক্ষে তারা ম্যাচই খেলবে না।
ফুটবল যাদুকর মেসির ঢাকায় আসার খবরে খুশি হয়েছিলেন আর্জেন্টিনা ভক্তরা। কিন্তু সে খুশি বেশিক্ষণ থাকলো না।
চলতি বছরের নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা। যথাক্রমে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচগুলো খেলবে।
ব্রাজিলের সঙ্গে আগেই খেলার সূচি থাকলেও, নতুন সূচিতে তারা প্যারাগুয়ের বদলে উরুগুয়েকে নিয়েছে।
১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরে ১৯ নভেম্বর ইসরাইলের তেলআবিব উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা।
আগের সূচিতে আর্জেন্টিনার ঢাকায় বঙ্গবুন্ধ স্টেডিয়ামে খেলার কথা ছিল ১৮ নভেম্বর।
এ বিষয়ে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে আমরা ম্যাচটির ব্যাপারে আগ্রহী হয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে সেটা যেহেতু হচ্ছে না, তাই ম্যাচটি আমরা মার্চ মাসের পরে করতে চেয়েছি। তা ছাড়া এত স্বল্প সময়ে তাদের আনাটা একটু কঠিনই হবে।
তবে তিনি জানান, এজেন্টদের পক্ষ থেকে এখনো সময় চাওয়া হচ্ছে। আমরা এখনই সম্ভাবনা বাতিল করে দিচ্ছি না। আগামী সপ্তাহে হয়তো চূড়ান্তভাবে বলা যাবে আসলেই আর্জেন্টিনা ঢাকায় আসবে কি না।
এর আগে ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার কথা ছিল তাদের।