ঢাকায় খাবার সরবরাহ করবে উবার
ই-বার্তা ডেস্ক।। উবারের খাবার সরবারহ সেবা ‘উবার ইটস’ খুব শিগগির বাংলাদেশে তাদের সেবা চালু করতে যাচ্ছে। আগামী এপ্রিল মাস থেকে ঢাকায় তাদের এই সেবা চালু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানায়, ‘উবার ইটস’ একটি ফুড ডেলিভারি অ্যাপ যা উবার রাইড অ্যাপের মতোই গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের আশেপাশের সব ভালো ও নতুন নতুন রেস্টুরেন্ট থেকে মানসম্মত খাবার সহজ ও নির্ভরযোগ্য উপায়ে পৌঁছে দেবে।
উবার ইটস’র ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান ভাভিক রাথোর বলেন, ‘ঢাকায় উবার ইটস’র সার্ভিস চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, ‘এই শহরের খাদ্যাভ্যাসের একটি অন্যতম অংশ হিসেবে নিজেদেরকে স্থাপন করাই আমাদের লক্ষ্য।’
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি ছোট ডেলিভারি পাইলট হিসেবে ২০১৪ সালে যাত্রা শুরু করে উবার ইটস। ২০১৫ সালের ডিসেম্বর মাসে টরন্টোতে একটি স্বতন্ত্র অ্যাপ হিসাবে কার্যক্রম শুরু করে।
ই-বার্তা/ আরমান হোসেন পার্থ