তিন দিনেও ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
ই-বার্তা ডেস্ক।। ওয়েলিংটনের উইকেট যেন এক রহস্য। একই উইকেটে রানের বন্যা বইয়েছেন কিউই ব্যাটসম্যানরা অপরদিকে কিউই পেসারদের তোপের মুখে দ্বাড়াতেই পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা। দিন শেষে ৩ উইকেটে ৮০ রান করেছে টাইগাররা। মোহাম্মদ মিঠুন ২৫ ও সৌম্য সরকার ১১ রান নিয়ে ব্যাট করছেন।
ইনিংস হার এড়াতে এখনও বাংলাদেশের দরকার ১৪১ রান। হাতে আছে ৭ উইকেট। টপঅর্ডারের মূল তিন ব্যাটসম্যান ফেরায় স্বাভাবিকভাবেই প্রশ্নটা জাগছে, হার এড়াতে পারবেন সফরকারীরা? পঞ্চম দিন মূলত হবে বাংলাদেশ এর টিকে থাকার লড়াই। লিড শোধ করলেও হারের শংকা থাকবে। কারণ, শেষ দিন ৯০ ওভারের বেশি খেলা হবে। ৬০/৭০ ওভার ব্যাট করে ৫০-৬৫ রানের টার্গেট দিলেও জিতে যাবে নিউজিল্যান্ড!
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের বলে সরাসরি বোল্ড হয়ে ৪ রানে ফেরেন ইনফর্ম তামিম ইকবাল। পরে মুমিনুল ও সাদমান ও ড্রেসিংরুমের পথ ধরেন ।
চতুর্থ দিন নিয়ে বড় আশা ছিল বাংলাদেশের । কিন্ত পুরো ফায়দা লুটেন কিউই ব্যাটসম্যানরা। রানের পাহাড় গড়েন তারা। টেইলর , নিকোলস আর উইলিয়ামসনরা মিলে ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করেন স্বাগতিকরা।
বৃষ্টিতে ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন ভেসে গেছে। ফলে দ্বিতীয় টেস্ট কার্যত তিন দিনের ম্যাচে পরিণত হয়েছে। প্রথম ইনিংসে ২২১ রানের লিড নেয় কিউইরা। এর আগে কিউই বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ২ উইকেটে ৩৮ রান তুলে দিন শেষ করে নিউজিল্যান্ড। ১০ রান নিয়ে কেন উইলিয়ামসন ও ১৮ রান নিয়ে টেইলর পরের দিনের খেলা শুরু করেন।
বাংলাদেশ বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালান এ জুটি। মারকাটারি ব্যাটিংয়ে ১৮তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে আরো আগ্রাসী হয়ে ওঠেন টেইলর। অন্যপাশে যথার্থ সঙ্গ পান হেনরি নিকোলসের। ধীরে ধীরে লিড বাড়ে তাদের। ডাবল সেঞ্চুরিয়ান টেইলরের বিদায়ের পর ঝড় তোলেন কলিন ডি গ্র্যান্ডহোম ও বিজে ওয়াটলিং।
ওয়াটলিং এর বিদায়ের পর ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। গ্র্যান্ডহোম ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ নেন ২ উইকেট।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ