তিন ম্যাচ নিষিদ্ধ বুফন
ই-বার্তা।। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের পরাজয়ের পরে রেফারি সম্পর্কে বিরুপ মন্তব্য করায় গোলররক্ষক জিয়ানলুইজি বুফনকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
গত এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্থিয়াগো বার্নাব্যুর মাঠে নেমেছিল জুভেন্টাস। ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের লুকাস ভাসকুয়েজকে জুভির মেধি বেনাতিয়া গোলমুখে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি মাইকেল অলিভার।
পরে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে শেষ চারে ওঠে রিয়াল। ওই পেনাল্টির সিদ্ধান্তটি রেফারি না দিলে দুই লেগ মিলিয়ে সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়াতো ম্যাচটি। মূলত এ কারণেই মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে প্রথম লাল কার্ড পান বুফন।
ম্যাচ শেষে জুভেন্টাসের হয়ে ১৭ মৌসুম কাটানো অভিজ্ঞ বুফন অলিভারের দারুণ সমালোচনা করেন। এমনকি রেফারিকে হৃদয়হীন পর্যন্ত বলেছিলেন তিনি।