ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে: কাদের
ই-বার্তা ডেস্ক ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংরক্ষিত নারী আসনে ত্যাগী নেতা-কর্মীদের বেশি মূল্যায়ন করা হবে।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, সংরক্ষিত নারী আসনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা বেশি এবং দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদেরই এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।
তিনি জানান, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিষয়ে নেতা-কর্মীসহ সবাইকে হুশিয়ার করবেন প্রধানমন্ত্রী। ২১শ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন তিনি।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া