ত্যাগী-সাহসীদের অগ্রাধিকার দেয়া হবে বিএনপির নতুন জেলা কমিটিতে
ই- বার্তা ডেস্ক।। বেগম খালেদা জিয়া ছাড়া এ দেশে গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দু্লা। এ জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলনে শরিক হতে আহব্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে পাবনায় জেলা বিএনপির নির্বাহী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে শিগগিরই নতুন জেলা কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে ত্যাগী, সাহসী, পরীক্ষিত ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া হবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, একেএম সেলিম রেজা হাবিব, আবদুল হালিম সাজ্জাদ, আবদুল্লাহ আল মাহমুদ মান্নান, জহুরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম