ত্রিলোকের আয়োজনে ‘ঘুম হারামের ছবক’
ই-বার্তা ডেস্ক।।ত্রিলোক বাচিক পাঠশালার আয়োজনে আগামী ২৯ নভেম্বর শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি অনুষ্ঠান ঘুম হারামের ছবক।
কবিতা যারা ভালোবাসেন আর যারা ভালোবাসেন না..চলে আসুন ।
আত্মশুদ্ধি’র জন্য আসুন… ত্রিলোক বাচিক পাঠশালা শুধু কবিতার চর্চা করেনা বরং ত্রিলোক জীবনবোধের চর্চা করে।
আসুন আপনি, আপনার বন্ধু, পরিবার কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে।
একঝাঁক তরুণ আবৃত্তিকার, যারা থাকবেন আপনার, আমার না বলা কথাগুলো বলতে।
স্থানঃ শওকত ওসমান মিলনায়তন, কেন্দ্রীয় গণ-গ্রন্থাগার, শাহবাগ
সময়ঃ ৬ঃ৩০
তারিখঃ ২৯ নভেম্বর
প্রবেশ মূল্যঃ ৫০টাকা মাত্র