ত্রিশ বছর পরে নিজেদের মাটিতে ফলোঅনে অজিরা
ই-বার্তা ডেস্ক ।। প্রথম ইনিংসে ভারত ৬২২ রান করার পরই বোঝা গিয়েছিল, এই টেস্টে জেতা প্রায় অসম্ভব অস্ট্রেলিয়ার। চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে অজিরা ৩০০ রানে অল আউট হলে ভারত আর ব্যাটিং করতে না নেমে ফলোঅন করায় অস্ট্রেলিয়াকে।
কিন্তু চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায় বেশিক্ষণ খেলা না হওয়ায় সিডনির আকাশের মতো মুখ গোমড়া করেই প্রথম সেশনের পুরোটা কাটাতে হয় ভারতীয় খেলোয়াড় ও সমর্থকদের। চতুর্থ দিনে বৃষ্টি আর আলোক স্বল্পতায় সারা দিনে খেলা হয়েছে মাত্র ২৫.২ ওভার। তবে এই সামান্য সময়ের মধ্যে ঠিকই কাজের কাজটি করে চালকের আসনে আছে ভারত।
আর যাই হোক, ভারত এই টেস্টে হারছে না—এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। অনেকটা অনুমিত ফলাফল হলেও একটা অন্যরকম রোমাঞ্চ ঠিকই সিডনি টেস্টের পঞ্চম দিনে দর্শকদের জন্য অপেক্ষা করছে। পুরো সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের যে বেহাল দশা দেখা দিয়েছে তাতে অজিদের ম্যাচ ড্র করার সম্ভাবনাও খুবই কম।
যদি তাই হয় তাহলে পঞ্চম দিনে ইতিহাস গড়তে যাচ্ছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সিরিজ না জেতার আক্ষেপ ঘুচতে যাচ্ছে কালকেই।
ই-বার্তা /মোঃ সালাউদ্দিন সাজু