থাইল্যান্ডে পুলিশের নিলামে ৯৪ হাজার ইয়াবাভর্তি গাড়ি বিক্রি!
ই- বার্তা ডেস্ক।। থাইল্যান্ডের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ভুল করে ইয়াবা ট্যাবলেটে ভর্তি একটি গাড়ি নিলামে বিক্রি করে দিয়েছে। যদিও পরে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে তারা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত বছর একটি মাদকের মামলায় হোন্ডা সিআর-ভি গাড়িটি জব্দ করা হয়েছিল। আর চলতি মাসে একজন ক্রেতা ১৯ হাজার ডলারে সেটি নিলাম থেকে কিনে নিয়েছেন। গাড়িটি কেনার পর যখন সংস্কার করতে গ্যারেজে নিয়ে যান, তখন সেখানকার এক মেকানিক সেটির বাম্পার খোলার পর ৯৪ হাজার ইয়াবা ট্যাবলেট দেখতে পান।
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলেন, এ ভুল ধরা পড়ার পর ভবিষ্যতে আরও ভালোভাবে তল্লাশি চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রটোকল অনুযায়ী আমাদের হাতে আসা প্রত্যেকটি গাড়ি তল্লাশি করি। আর এই ক্ষেত্রেও কোনো অন্যথা হয়নি।
তল্লাশির সময় আমরা কিছু খুঁজে পাইনি, হতে পারে ট্যাবলেটগুলো হয়তো খুব ভালোভাবে লুকানো ছিল।ইয়াবা ট্যাবলেটগুলো গাড়িটির বাম্পারের পেছনে গোপন একটি কুঠরির মধ্যে বাক্সের ভেতরে লুকানো অবস্থায় ছিল বলে জানিয়েছেন তিনি।
গত বছর থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইয়ে জব্দ করার সময় গাড়িটির পেছনের সিটে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছিল। এ ঘটনায় সহযোগিতার জন্য ওই মেকানিক ও গাড়িটির নতুন মালিককে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।