থানার কোয়ার্টারে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা
ই- বার্তা ডেস্ক।। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজাব্বার থানার কোয়ার্টার থেকে শ্রিপ্রা রানী (২৪) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে কোয়ার্টারের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এই বিষয়ে চরজাব্বার থানা পুলিশের ওসি (তদন্ত) ইব্রাহিম খলসয় সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে শ্রিপ্রা রানী ছাড়া অন্য তিনজন নারী পুলিশ সদস্য থানায় ডিউটিতে আসলে তাদের জিজ্ঞাসা করা হয় শ্রিপ্রা কোথায়। তখন তারা জানিয়েছিলেন তার পেট ব্যথা তাই তিনি আসেননি, রুমে ঘুমিয়ে আছেন। দুপুরে ওই তিনজন কক্ষে গিয়ে দেখতে পান দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তারা জোর করে খুলে দেখেন রুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শ্রিপ্রা রানী আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন, চার মাস আগে নারী পুলিশ সদস্য শ্রিপ্রা চরজাব্বার থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তার স্বামীও চাঁদপুরে পুলিশ বাহিনীতে কাজ করে। ব্যক্তিগত জীবনে শ্রিপ্রা রানী বিবাহিত হলেও তাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম