দীপিকা নয়, রণবীর কার জন্য পাগল জানেন?
ই-বার্তা।। তার ভালোবাসা শুধু অভিনেত্রী দীপিকা পাডুকোনের ওপরেই নয়, তার ভালোবাসা আরও অনেক কিছুর ওপরেই৷ এই যেমন ধরুন তার দাড়ি, পোশাক, জুতো৷ যদিও এগুলো ছাড়াও তার ভালোবাসার বস্তু আরেকটি জিনিস, সেটি হল সানগ্লাস৷
এতক্ষনে নিশ্চয় বুঝতে পেরেছেন কাকে নিয়ে কথা হচ্ছে৷ হ্যাঁ বলিউডে ব্যাতিক্রমী স্টাইলস্টেটমেন্ট কথাটি যার সঙ্গে যুক্ত সেই রণবীর সিংকে নিয়েই কথা হচ্ছে৷
রণবীর সিংয়ের যে সানগ্লাসের ওপর একটু বেশীই প্রেম আছে তা নিশ্চয় সকলেরই জানা৷ কিন্তু মাঝে মাঝে তার কিম্ভূতকিমাকার সালগ্লাসগুলি দেখলে তাজ্জব বনে যায় তার ফ্যানেরাই৷ ফাঙ্কি স্টাইলের সানগ্লাসের কালেকশনে তার জুড়ি মেলা ভার৷
শোনা গেছে তার নাকি এখনই ৩০০-এর বেশি কালেকশান রয়েছে সানগ্লাসের৷ যার প্রায় ১০০-এর বেশী সানগ্লাস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ছে৷ কখনও গোলাপী রঙের সানগ্লাস, কখনও আবার লাল রঙের থ্রি ডি ফ্রেমের চশমা পড়েও জনসমক্ষে এসেছেন৷
যদিও তার এই আজগুবি স্টাইল দেখে অনেকেই কৌতুক করে, কিন্তু আবার অনেকে প্রশংসাও করেন৷ তাদের মতে, তারকারা ব্যতিক্রম হবে না তো কারা হবে? যদিও অনেক সমালোচকদের মতে আবার এটা স্টাইল নয় এটা পাগলামি৷
যদিও এসব নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই রণবীরের৷ একটি সাক্ষাৎকারে তিনি জানান, “আমি আমার উপার্জনের বেশীরভাগ টাকাই আমার এরকম স্টাইলের পেছনে খরচ করি৷
আমি পছন্দ করি এরকম আলাদা স্টাইলের সানগ্লাস পড়তে৷ সবকটাই ফাঙ্কি স্টাইলের৷ আমার মনে হয় এমন কোন সেপ বাদ দিয়েছি এই কয়েকবছরে৷”
তার ফাঙ্কি লুক নিয়ে নিন্দুকেরা নিন্দা করতেই পারে, সেটা তাদে ব্যাপার৷ কিন্তু তাদের মুখ কিন্তু অভিনয় দিয়ে বন্ধ করে দেন এই সুপারস্টার৷ সম্প্রতি তার ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয় কুলুপ এটে দিয়েছেন সমালোচকদের৷
আপাতত রণবীর এখন ব্যস্ত তার আগামী ছবি ‘গুল্লি বয়’-এর শ্যুটিং নিয়ে৷ ছবির জন্য তিনি তার লুক এবং বডি শেপ যে পরিবর্তন করেছেন তা এখন কারোর অজানা নয়৷ছবিতে রণবীরের বিপরীতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন টিনসেল টাউনের কিউটি পাই আলিয়া ভাট৷