দীর্ঘ বিরতির পর আর্জেন্টিনা দলে লিওনেল মেসি
ই-বার্তা ডেস্ক।। মান-অভিমান ভেঙে দীর্ঘ ৮ মাস পর আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ বিরতি শেষে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। চলতি মাসেই ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন এই ফুটবল যাদুকর ।
গত বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবলে আর মাঠে নামেননি ৩১ বছর বয়সী তারকা। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার আগে মেসির ফেরাটা আর্জেন্টিনার জন্য দারুণ এক সুখবর। গত বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার। মাত্র একটি গোল করেছিলেন আন্তর্জাতিক ফুটবলে ১২৮ ম্যাচে ৬৫ গোল করা মেসি।
বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে দারুন ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৩ গোল। তবে ৩১ সদস্যের দলে যথারীতি জায়গা হয়নি সার্জিও আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়াইনের। আগামী ২২ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে এবং ২৬ মার্চ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ই- বার্তা / আরমান হোসেন পার্থ