দুই দিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে হালিতে ৭০০ টাকা
ই-বার্তা ডেস্ক।। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব ঘিরে বাজারে ইলিশের দামে ছড়িয়ে পড়েছে আগুনের আঁচ। বৈশাখী উৎসবের অন্যতম অনুষঙ্গ ইলিশ। মাত্র দুই দিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে হালিতে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা।
কারওয়ানবাজার, শান্তিনগর, মালিবাগসহ রাজধানীর অন্য বাজার ঘুরে দেখা গেছে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। মাঝারি আকারের ইলিশের হালি আড়াই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা পর্যন্ত। ৮০০ গ্রাম ওজনের এক হালি ইলিশের দাম হাঁকা হচ্ছে প্রায় ৪ হাজার টাকা। আধা কেজি ওজনের ইলিশের হালির দাম হাঁকছে ১ হাজার ৬০০ টাকা।
এ ছাড়া এক কেজি থেকে বেশি ওজনের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ২ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা। কারওয়ানবাজারের আল্লাহর দান সি ফিশ দোকানের ইলিশ বিক্রেতা মো. শুক্কুর আলী বলেন, গত বুধবারও মাঝারি আকারের ইলিশের হালি ছিল ২ হাজার টাকা, সে মাছ এখন বিক্রি হচ্ছে দুই হাজার ৭০০ টাকায়। হালিতে ৫০০ থেকে ৭০০ টাকা বেড়েছে, সামনে আরও বাড়বে।
ই-বার্তা/ আরমান হোসেন পার্থ