দুই পাকিস্তানি সেনা নিহত, সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত
ই-বার্তা ডেস্ক ।। শান্তির বার্তা দিতে পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিলেও কাশ্মীর সীমান্তে দুইদেশের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত আছে।
ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪*৭ এক প্রতিবেদনে জানায়, একদিকে যখন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে শান্তির বার্তা দিচ্ছেন ইমরান খান, অন্যদিকে ভারতের তখন সেনা ছাউনি টার্গেট করছে পাকিস্তান সেনা। এমনকি সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে টার্গেট করা হচ্ছে। যার জেরে সীমান্তের এপারে ব্যাপক ধ্বংসযজ্ঞ।
প্রতিবেদনে বলা হয়, এসময় পাকিস্তানের হামলার পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনা। সেনাবাহিনীর পালটা জবাবে ব্যাপক ক্ষতি হয় পাকিস্তানে। ভারতীয় সেনার মারে দুই পাকিস্তান সেনা খতম হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি পাকসেনা ঘাঁটিও ধ্বংস হয়েছে বলে জানাচ্ছে পাক সংবাদমাধ্যম।
তবে পাকিস্তানের দিকের বেশ কয়েকজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে সেখানকার সংবাদমাধ্যম। শুধু তাই নয়, বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে বলেও জানা গিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া