দুই ‘ভারতীয় গুপ্তচরকে’ আটকের দাবি পাকিস্তানের
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, পাকিস্তানে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তিদের ‘ভারতীয় গুপ্তচর’ বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত দুই ভারতীয়ের নাম প্রশান্ত ও দাড়িলাল। প্রশান্তের বাড়ি মধ্যপ্রদেশে। আর দড়িলাল থাকেন তেলেঙ্গানায়।
পাকিস্তানের দাবি, এই দুই ভারতীয়কে পাঞ্জাবের বাহওয়ালপুর থেকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। দুজনের কাছেই বৈধ কাগজপত্র ছিল না। গ্রেপ্তারকৃতদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাকিস্তানের সন্দেহ, অত্যাধুনিক সন্ত্রাসবাদী হামলা’র জন্যই ওই দুই ভারতীয় নাগরিককে পাকিস্তানের পাঞ্জাবে পাঠানো হয়েছে।
এর আগে গত আগস্ট মাসেও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে ‘ভারতীয় গুপ্তচর’ সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তান দাবি করেছিল। প্রাথমিক জেরার পর ওই ভারতীয়কে দেশের প্রধান গোয়ান্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়।
পাকিস্তানের দাবি, বর্তমানে পাকিস্তানের জেলে বন্দি আর এক ভারতীয় কুলভূষণ যাদবও এই বালুচিস্তান থেকেই গ্রেপ্তার হয়।ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসার কূলভুষণকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে পাকিস্তিানি সেনা আদালত। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু