দুপুরে দেশে আসবে শ্রীলঙ্কায় নিহত জায়ান চৌধুরীর লাশ
ই-বার্তা ডেস্ক।। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। এইদিকে হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ দুপুরে দেশে আনা হবে।
এই ঘটনায় নিহত নাতি জায়ান চৌধুরীর জানাজার স্থান পরিদর্শনে গিয়ে গতকাল মঙ্গলবার শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, মশিউল হক চৌধুরীর কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। দুই সপ্তাহের আগে তাঁকে স্থানান্তর করা যাবে না। সবার কাছে তার দ্রুত আরোগ্য ও জায়ান চৌধুরীর বিদেহী আত্মার জন্য তিনি দোয়া কামনা করেন।
জায়ান চৌধুরীর জানাজার বিষয়ে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে মরদেহ দেশে পৌঁছুবে। আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু