দুর্নীতি বন্ধে নেতা-কর্মীদের নির্দেশ দেবেন প্রধানমন্ত্রীঃ কাদের
ই-বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।
আজ শুক্রবার সকালে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ওবায়দুল কাদের।
আগামীকাল আয়োজিত এই সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশে আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের নেতাকর্মীদের তাঁদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। তা ছাড়া তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে জোরদার করতে বলবেন। আগামীকাল ঢাকার সব রাস্তাই মিলে যাবে সোহরাওয়ার্দীর জনসমুদ্রে। এটি সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে’। সমাবেশ শুরু হবে আগামীকাল দুপুর ২ঃ৩০ মিনিটে। তবে সভাস্থলে প্রবেশের জন্য বেলা ১১টায় গেট খুলে দেওয়া হবে।
সংলাপের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, ‘সংলাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী গণভবনে কবে শুভেচ্ছা বিনিময় করবেন, তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’
উপজেলা নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের ব্যাপারে কাদের বলেন, ‘আমরা কাউকে জোর করে জাতীয় নির্বাচনেও ডেকে আনিনি, এখানেও কাউকে জোর করে আনার এজেন্ডা আমাদের নেই। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না। জোর করে টেনেও আনব না এবং তাদের দাওয়াতও করব না।’
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু